চীনের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা কর্তৃক প্রতিষ্ঠিত আলিবাবা বিজনেস স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীরা চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের মাধ্যমে উচ্চশিক্ষা অর্জন করুন
চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের University -Enterprise Alliance (UEA) ডিগ্রী প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা চায়নার সেরা বিশ্ববিদ্যালয় তাদের পছন্দকৃত বিষয়ে উচ্চ শিক্ষা লাভের পাশাপাশি, পৃথিবীর বিখ্যাত ই-কমার্স কোম্পানি আলিবাবা থেকে হাতে কলমে শিক্ষা অর্জন করতে পারবে। তাছাড়া ইন্টার্নশিপের সুযোগ তো রয়েছেই। শিক্ষার্থীরা পড়ালেখা শেষে যোগ্যতা অনুসারে Alibaba ইকোসিস্টেম কোম্পানিগুলোতে ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে।
চাইনিজ সরকারের সুদুরপ্রসারী বেল্ট অ্যান্ড রোড দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য ইউনিভার্সিটি এন্টারপ্রাইজ এলিয়েন্স সিরিজ প্রোগ্রাম চালু করে। চায়না ক্যাম্পাস নেটওয়ার্ক, চায়না এশিয়ান এডুকেশন, ৩৮টি চাইনিজ বিশ্ববিদ্যালয় এবং বিখ্যাত চাইনিজ কোম্পানি আলিবাবা , ZTE, Huawei এর মতো বিখ্যাত কোম্পানির সমন্বয়ে।
চাইনিজ এডুকেশন মিনিস্টার Mr Chen Baosheng ২৮ই জুলাই ২০১৭ সালে এ প্রোগ্রামটি উদ্বোধন করেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ও লক্ষ্য হলো চাইনিজ বেল্ট অ্যান্ড রোড এর এর সদস্য ভুক্ত দেশ গুলোতে দক্ষ মানবসম্পদ তৈরি করা।
5 বছর মেয়াদী ইন্ডাস্ট্রি ফোকাস ব্যাচেলার প্রোগ্রামে আই ও টি, বিগ ডাটা ম্যানেজমেন্ট, এআই, রোবটিক্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, মেকানিক্যাল ডিজাইন ম্যানুফেকচারিং অ্যান্ড অটমেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, cross-border ই-কমার্স, লজিস্টিক ইঞ্জিনিয়ারিং সহ আরো বেশ কিছু প্রোগ্রাম শিখানো হয়।
প্রথম বছর বিদেশি শিক্ষার্থীদের চাইনিজ ভাষা, কালচার ও বেসিক কোর্স করানো হবে। এর ফলে শিক্ষার্থীরা চায়নার সেরা বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার পরিবেশে লোকাল চাইনিজ মেধাবী ছেলে মেয়েদের সাথে পাল্লা দিয়ে পড়ালেখা শেষ করতে পারবে।
পাশাপাশি চায়নার বিখ্যাত কোম্পানি আলীবাবা তার আলীবাবা বিজনেস স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা প্রদান করবেন ডিজিটাল ইকোনমি নিয়ে। আলীবাবার ইকোসিস্টেম কোম্পানি গুলোতে ইন্টার্নশিপ, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে CCN-এর শিক্ষার্থীরা।
UEA GET Programme সুবিধা
- ইন্ডাস্ট্রি ফোকাসড মেজর
- সেরা বিশ্ববিদ্যালয় পড়ালেখার সুযোগ
- গ্রান্টেড ভর্তি ও স্কলারশিপ সুবিধা
- আলিবাবাতে ইন্টার্নশিপ সুযোগ
- ডুয়েল ক্যাম্পাস ও ডুয়েল সার্টিফিকেটের সুযোগ